Market
শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অংশিদারিত্ব বিক্রির জন্য কোমর বাঁধল কেন্দ্র। মনে করা হচ্ছে, এই অর্থবর্ষেই কেন্দ্রের হাতে থাকা শিপিং কর্পোরেশনের ৬৩.৭৫% অংশিদারিত্ব বিক্রির পথে হাঁটতে পারে মোদী ক্যাবিনেট। পরিবর্তে কেন্দ্রের রাজকোষে ঢুকতে পারে বড় রকমের অঙ্ক। আর যে কারণে এই বছরের সেপ্টেম্বরের মধ্যেই চাওয়া হতে পারে দরপত্র।
প্রসঙ্গত শিপিং কর্পোরেশনের বেসরকারিকরণের জন্য গেল অর্থবর্ষ থেকেই উঠেপড়ে লাগে কেন্দ্র। উদ্দ্যেশ্য বিলগ্নিকরনের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলার। সেই সময় বেশ কিছু সংস্থা আগ্রহ প্রকাশও করে। কিন্তু অতিমারির কারণে দেশের বাজার জুড়ে তৈরি হয় ব্যপক টালবাহানা। তার জেরে কার্যত থমকে যায় শিপিং কর্পোরেশনের বেসরকারিকরণের কাজ। তবে বর্তমানে দেশের বাজার ফের ঘুরে দাঁড়াচ্ছে। ওএনজিসির শেয়ার বিক্রি করে সরকারের হাতে এসেছে ৩ হাজার কোটি টাকা। এলআইসির আইপিও থেকে আসতে চলেছে প্রায় ২১ হাজার কোটি টাকা। পবনহংশের সকল শেয়ার বিক্রি করে এসেছে ২১১ কোটি টাকার কিছু বেশি। এই পরিস্থিতিতে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অংশিদারিত্ব বিক্রি কেন্দ্রের হাতে তুরুপের তাস হতে পারে। বড়সড় অঙ্ক ঢুকতে পারে কেন্দ্রের রাজকোষে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ