Daily

শীঘ্রই জৈব জ্বালানির গাড়িকে বাজারে আনার নির্দেশ কেন্দ্রের। সময়সীমা বেঁধে দেওয়া হলো ৬ মাস। বছর শেষে এসে গাড়ি সংস্থাগুলিকে ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিনের গাড়িগুলোকে তড়িঘড়ি মার্কেটে পেশ করার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
দূষণের মাপকাঠিতে ভারত রয়েছে স্টেজ ৬- এ। এদিকে তেলের দামও ঊর্ধ্বমুখী। আমদানি শুল্ক কমানো বলুন কিংবা দূষণের মাত্রা কমিয়ে আনা এবং তার পাশাপাশি তেলের অগ্নিমূল্য থেকে কিছুটা সুরাহা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রের তরফে দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ মিললেও, আদপে এত তাড়াতাড়ি তা বাস্তবায়ন করা যাবে কি না, তার পেছনে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছেই।
করোনা আবহে গাড়ি ব্যবসায় যে শনির দশা নেমেছে, সে তো সকলেরই জানা। আর সেই ধাক্কা কাটিয়ে, কাঁচামালের চড়া দর আর সেমিকন্ডাকটরের পর্যাপ্ত যোগান সামলে উঠে সংস্থাগুলি লগ্নির পথে হাঁটবে কি না, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। আর বৈদ্যুতিক গাড়ি বা বায়ো ফুয়েল গাড়ির তৈরির পরিকল্পনা আসলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
তাই কেন্দ্রীয় সরকারকে, এইমুহুর্তে জ্বালানির চড়া দামের থেকে আমজনতাকে স্বস্তি দেওয়ার লক্ষ্যেই স্থির থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট