Daily

স্বাস্থ্যখাতের উন্নয়নে খরচ হবে কেন্দ্রের অর্থ। করোনা পরিস্থিতি থেকে ঠেকে শিখে অবশেষে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে এবং ঢেলে সাজাতে এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রতিটি রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নতি প্রকল্পে বিপুল অর্থ পাঠাবে কেন্দ্র।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো আরও উন্নত করতে হবে। এই প্রকল্পে কেন্দ্র বরাদ্দ করেছে ৪, ৪০২ কোটি ৩৬ লক্ষ টাকা। আগামী পাঁচটি অর্থবর্ষে শহর ও গ্রামাঞ্চলে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি স্বার্থে এই টাকা খরচ করতে হবে রাজ্যকে। যেসমস্ত জেলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো ভাড়া বাড়িতে চলছে, অবিলম্বে সেগুলিকে সরকারি জমিতে সরিয়ে আনতে হবে। অক্সিজেন পরিষেবা থেকে শুরু করে, অন্ততপক্ষে ৫টি শয্যা সম্বলিত ব্যাবস্থা রাখতে হবে সেখানে। স্বাস্থ্য দপ্তর তরফে এমনই নির্দেশ এসেছে বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণ কিছুটা কমলেও একেবারে শূন্যে এসে ঠেকেনি। তাই আগাম সতর্কতা গ্রহণ করতে হবে স্বাস্থ্য শিবিরগুলোকে। পাশাপাশি ব্লকস্তরে পাবলিক হেলথ ইউনিট তৈরি করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। চিকিৎসা ব্যবস্থার উন্নতি সাধনে রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রগুলোকে ঢেলে সাজানোই এখন পাখির চোখ কেন্দ্রের।
ব্যুরো রিপোর্ট