Daily
বি পি এন ডেস্কঃ আর নয় লকডাউন। এবার শুধুই আর্থিক বৃদ্ধি। করোনার দ্বিতীয় ঝড়ে আবারও দেশ জুড়ে লকডাউনের যে খবর হাওয়ায় ভাসছিল তা একরকম নাকচ করে দিয়েছে কেন্দ্র। মহারাষ্ট্র বা দিল্লির মত দেশের যে সকল জায়গায় সংক্রমণের ভয়াবহতা বেড়েছে, সেখানে আঞ্চলিক লকডাউন হলেও তা সাময়িক হবে। বর্তমান করোনা পরিস্থিতি খতিয়ে দেখে এই কথাই স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কারণ তাঁদের বক্তব্য, নতুন করে লক ডাউন হলে যে আর্থিক বিপর্যয় ঘটতে পারে তাকে সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়বে। তাই অর্থনীতিতে ধস যাতে আবার না আসে, তারই জন্য সংক্রমণের সঙ্গে মোকাবিলা করেই আর্থিক বৃদ্ধির যাবতীয় পথ খোলা রাখবে মোদী ক্যাবিনেট।
জানা গিয়েছে, এখন তাঁদের লক্ষ্য নতুন কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধি। তাই লগ্নি এনে গত নভেম্বরেই মোদী সরকার ১৩টি ক্ষেত্রে উৎসাহ ভাতা দেবার কথা ঘোষণা করে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের দাবি, এই প্রকল্পের কারণে উৎপাদন বাড়বে প্রায় ১.৬৮ লক্ষ কোটি টাকার। প্রায় ৪ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে।
গত বছর লকডাউনে শিল্প থেকে বাণিজ্য সর্বত্র নামে শনির দশা। জীবন বাঁচাতে গিয়ে পেটের সঙ্গে যে ভয়ানক লড়াই করতে হয় সেই কথাও ভুলে যায় নি মোদী সরকার। অর্থনীতিতে আসে সাডেন ব্রেক। যার সরাসরি প্রভাব পড়ে জিডিপি’তে। প্রথম তিনমাসেই জিডিপি’র সংকোচন হয় প্রায় ২৪%। সেই ক্ষত এখনও টাটকা। আর ক্ষত সারিয়ে অর্থনীতিকে এখনও আগের জায়গায় নিয়ে আসা সম্ভব হয় নি। তাই লকডাউনের পথে না হেঁটে সরকার করোনাকেই চ্যালেঞ্জ ছুঁড়ে সচল রাখতে চাইছে দেশের অর্থ ব্যবস্থাকে। প্রতিষেধকও দেশবাসীর কাছে একটা বড় হাতিয়ার। তাই নতুন করে লকডাউনের পথে হেঁটে আর বিভ্রান্তি তৈরি করতে চাইছে না কেন্দ্র।