Trending

ছবিটাই বলে দিচ্ছে কী হতে চলেছে কুলতলী মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে।
মিলন তীর্থ সোসাইটির ডাকে সাড়া দিয়ে একেবারে ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের তপশিলি জাতি ও উপজাতির মানুষদের স্বনির্ভর করতে আসরে নামলো ব্যারাকপুরের কেন্দ্রীয় মৎস্য বিজ্ঞান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা।
সম্প্রতি বাসন্তী ব্লকের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় এই সংস্থাটির পক্ষ থেকে সুন্দরবনের ৫০০ মৎস্যচাষির হাতে তুলে দেওয়া হলো মাছের চারা, মাছের খাবার ও পুকুরের জল সংশোধনের জন্য এক বস্তা করে চুল।
মিলন তীর্থ আয়োজিত এই শিবিরে মৎস্যচাষিদের তাই বলে দিচ্ছে কেন্দ্রীয় এই উদ্যোগ কতটা পরিবর্তন আনবে তাদের জীবনে।
একদিকে ইয়াসের যন্ত্রণা ও অন্যদিকে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সংস্থার এই সাহায্য কিভাবে চাষীদের স্বনির্ভর করবে, জানালেন মৎস্যবিজ্ঞান কেন্দ্রের অধিকর্তা তাঁর নিজের মুখে।
মিলন তীর্থ সোসাইটির সহযোগিতায় দুদিন ধরে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হলো সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের হাতে। খুশি সোসাইটির সভাপতিও।
আগামী দিনে গোটা সুন্দরবনের বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় মৎস্য বিজ্ঞান কেন্দ্র কিভাবে মৎস্যজীবীদের দিকে নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন সেটাই এখন দেখার।
দক্ষিণ ২৪ পরগনা থেকে দীপান্বিতা দাসের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।ট