Market
নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখেন প্রত্যেকেই। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে যে মূলধনের প্রয়োজন হয় সেই অর্থের জোগান সবক্ষেত্রে থাকে না। তাই যে সকল ব্যবসায়ীরা নতুন করে ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন, তাঁদের পাশে দাঁড়াল মোদী সরকার। মূলত স্বাধীনভাবে নিজের ব্যবসা করার জন্য লোনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। যার নাম দেওয়া হয়েছে পিএম মুদ্রা লোন যোজনা। আর যদি এই লোন বাড়ির মহিলার নামে করা হয় তবে আরও তাড়াতাড়ি পাওয়া যাবে এই লোনের সুবিধা।
সরকারি এই স্কিমে বিশেষ সুবিধে পাবেন মহিলারা। কারণ মহিলারা যাতে স্বনির্ভর হয়ে আয়ের পথ মসৃণ করতে পারেন তার জন্যই কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ। এই স্কিম তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম ভাগের নাম শিশু- যার মাধ্যমে পাওয়া যাবে ৫০ হাজার টাকা। তারপর কিশোর- এই ক্ষেত্রে পাওয়া যাবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত। এবং তরুণ- এই স্কিমে ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।
পুরুষ, মহিলা যে কেউ যেকোন সরকারি ব্যাঙ্কে গিয়ে এই লোনের জন্য আবেদন করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আবেদনকারীর বয়স যেন ১৮ বছরের কম না হয়। সরকারি ব্যাঙ্ক ছাড়া অ্যাক্সিস ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কে এই লোনের জন্য আবেদন করা যাবে।
ব্যুরো রিপোর্ট