Daily

কোভিড সংক্রান্ত মৃত্যুর পরিসংখ্যানের ধন্দ মেটাতে সম্প্রতি সুপ্রিম কোর্টে ১৮৩ পাতার একটু এফিডেভিট জমা দিয়েছে কেন্দ্র। সেখানেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কোভিডে মৃত পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। এতে অন্যরোগে মৃত পরিবারের প্রতি অবিচার করা হয় বলে জানান হয়।
করোনার প্রথম ঝড়ে দ্বিতীয় আর্থিক দিক থেকে যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের। কেন্দ্র জানিয়েছে, দেশের মানুষকে দুবেলা খাওয়াতে সরকারকে অনেক জনকল্যাণমূলক নীতি গ্রহণ করতে হয়েছে। আবার, ভ্যাকসিনেশনের জন্যেও মোটা অঙ্কের অর্থ খরচ হয়েছে। এদিকে মৃতের সংখ্যা বাড়ছে, দিন দিন চওড়া হচ্ছে সেই গ্রাফ। এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে কোভিডে মৃত পরিবার পিছু ৪ লক্ষ তাজা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। তারই উত্তর দিতে আদালতে এই হলফনামা জমা দেয় কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়, কেবলমাত্র প্রাকৃতিক দুর্যোগের কারণেই ক্ষতিপূরণ দেয়ার নিয়ম আছে।
এদিন কেন্দ্রের তরফে দেওয়া এফিডেভিটে সুপ্রিম কোর্টের কিছু রায়ের উল্লেখ করে বলা হয়েছে, কোর্ট যেন দেশের শাসন ব্যবস্থায় দখলদারি না করে৷ এছাড়াও কোর্টকে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ক্ষতিপূরণ-সহ প্রয়োজনীয় ব্যবস্থা সময় মতো কেন্দ্রের পক্ষ থেকেই নেওয়া হবে৷
ব্যুরো রিপোর্ট