Market

করোনার মারণ কামড়ে ক্ষতবিক্ষত দেশের অর্থনীতি। একদিকে বাড়ছে বেকারত্ব। বন্ধ হচ্ছে একের পর এক সংস্থা। আর যে কারণে বেসরকারি কর্মীদের জীবনে যেমন নেমেছে অনিশ্চয়তা ঠিক তেমনি সরকারি কর্মীরাও রয়েছেন দুশ্চিন্তায়। মূল্যবৃদ্ধির বাজারে হাত-পা বাঁধা সরকারি কর্মীদের মাইনে। বাড়ছে না ডিএ, পাওয়া যাচ্ছে না ডিআর ভাতা। ঠিক এমন একটা পরিস্থিতিতে যখন সরকারি কর্মীদের সমস্ত আশা নিভে গিয়েছিল ঠিক তেমন একটা সময় হঠাৎই খবর ছড়ায় জুলাই মাসেই হয়তো পাওয়া যাবে ডিএ এবং ডিআর। কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে সেই খবরটাও ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয় ফলে আশার প্রদীপ নিভে যায় অচিরেই।
কিন্তু আবারও আশার আলো দেখছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জানা যাচ্ছে সেপ্টেম্বর থেকেই হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন। সম্প্রতি অর্থ মন্ত্রকের সঙ্গে এই নিয়ে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে কর্মীদের ডিএ এবং ডিআর দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি কর্মীরা কি আদৌ সেপ্টেম্বর থেকে ডিএ এবং ডিআর পাবেন যদিও সেই অনুমোদন একমাত্র দেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
প্রসঙ্গত উল্লেখ্য করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ডিএ। যা বর্তমানে প্রায় ৩২ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আর মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা মধ্যবিত্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য অত্যন্ত স্বস্তি এনে দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এবারেও আগের বারের মত আশার আলো নিভে যাবে নাতো?
ব্যুরো রিপোর্ট