Market
মূল্যবৃদ্ধি যখন গোটা দেশবাসীর কাছে মাথাব্যথার কারণ হয়ে উঠেছে, তখন কেন্দ্রীয় সরকারের একটা সিদ্ধান্ত। আর তাতেই কিছুটা হলেও বোঝা কমল দেশবাসীর। দাম কমলো পেট্রল-ডিজেলের । পেট্রলে ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা শুল্ক কমালো মোদী ক্যাবিনেট। যে কারণে এখন পেট্রলের দাম কমল লিটার পিছু সাড়ে ৯ টাকা। ডিজেলে লিটার পিছু ৭ টাকা। শনিবার কলকাতায় পেট্রলের দাম ছিল লিটার প্রতি ১১৫.১২ টাকা। ডিজেলের দাম ছিল ৯৯.৮৩টাকা। কেন্দ্রীয় সরকারের শুল্ক কমানোর জন্য রবিবার থেকে কলকাতায় পেট্রলের দাম হবে ১০৫.৬২ টাকা। ডিজেল ৯২.৮৩ টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার ট্যুইট করে দাম কমানোর বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, শুল্ক কমানোর জন্য প্রতি বছর কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে ১ লক্ষ কোটি টাকা।
এছাড়াও সীতারামন ট্যুইট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় গ্যাস সিলিন্ডার পিছু ২০০ টাকা ভর্তুকি দেবে কেন্দ্র। এই সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় কোষাগার থেকে খরচ হবে অতিরিক্ত ৬১০০ কোটি টাকা। তবে এই সুবিধা মিলবে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে। উপকৃত হবেন ৯ কোটি গ্রাহক। শনিবার মাঝরাত থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ