Daily

রাজধানী দিল্লিতে ওমিক্রনের জেরে জেরবার সাধারণের জীবন। এই নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২। দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩। সূত্রের খবর, বিদেশ থেকে দিল্লিতে আসা ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ২ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেল।
এদিকে ওমিক্রনের আতঙ্ক ক্রমশই বাড়ছে মহারাষ্ট্রে। এক দিনের মধ্যে তিন জন মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ যাতে নাগালের বাইরে বেরিয়ে না যায় তার জন্য কোনরকম বড় জমায়েত বা মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বই পুলিশ। ৪৮ ঘণ্টার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হবে। বহাল থাকবে রবিবার পর্যন্ত।
ওমিক্রন নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের তরফে এই নিয়ে বার্তা দেওয়া হয়েছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বারবার ওমিক্রন নিয়ে সতর্ক করছে সব দেশকে। সবাইকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে তারা।