Daily

শীতকালীন অধিবেশনে ডিজিটাল মুদ্রাকে কোনভাবেই দেশীয় মুদ্রার স্বীকৃতি না দেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। আর এই নেতিবাচক ঘোষণার পরই এলো টুইস্ট। কেন্দ্রের তরফে জারি করা হয়েছে নতুন মত। মোদী ক্যাবিনেটের তরফে ক্রিপ্টোকে দেশীয় মুদ্রা হিসেবে মান্যতা দেওয়ার জন্য আসতে পারে নতুন বিল।
ক্রিপ্টো লেনদেনের যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখার দায়িত্ব দেওয়া হতে পারে সেবির উপর। ক্রিপ্টোকারেন্সিকে ফিনান্সিয়াল অ্যাসেটের আওতায় আনার নতুন টোটকা কেন্দ্রের। ক্রিপ্টোকে দেশীয় মুদ্রার স্বীকৃতি দেওয়ার যে পুরনো বিল আছে, তাতে সংশোধন আনা হতে পারে। তবে নতুন এই বিল সম্পূর্ণভাবে নিজস্ব ডিজিটাল কারেন্সি সংক্রান্ত একটি বিল হতে চলেছে বলে সরকারি সূত্রে খবর। এর সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের কোন প্ল্যানের কোনরকম যোগসূত্র থাকবে না। আর এই নতুন বিল অনুযায়ী, আইন উলঙ্ঘনকারীদের সর্বচ্চ ২ কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি দেড় বছরের জন্য কারাবাসের মত শাস্তিও পেতে পারেন তাঁরা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন গত সপ্তাহের এক বক্তৃতায় জানিয়েছিলেন, ক্রিপ্টো সংক্রান্ত এই বিলের পুনর্বিবেচনা করা হতে পারে। কিন্তু অর্থমন্ত্রনালয় তরফে এই নয়া বিল সম্বন্ধে কোনরকম তথ্য প্রকাশ্যে আনা হয়নি।
ব্যুরো রিপোর্ট