Market

এবার ওএনজিসির ১.৫ শতাংশ শেয়ার বিক্রির কথা ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ভারতের এই সর্ববৃহৎ তেল ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রক কেন্দ্রীয় এই সংস্থাটির ১.৫ শতাংশ শেয়ার চলতি সপ্তাহেই ৩০০০ কোটি টাকায় বিক্রি করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
গত মঙ্গলবার বিএসই-তে ওএনজিসির শেয়ার দর এক লাফে ৩ শতাংশ পরে ১৭১.০৫ পয়েন্টে থামে। আর তারপরেই কেন্দ্রীয় সরকার তরফে সংস্থার শেয়ার বিক্রির কথা ঘোষণা করা হয়। সংস্থার শেয়ার বিক্রির এই অফার ৩০ ও ৩১ মার্চ খোলা থাকবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, তেল ও প্রাকৃতিক গ্যাসের এই কোম্পানিটির ৬০.৪১ শতাংশ শেয়ার রয়েছে কেন্দ্রের কাছে। ওএফএস-এর ফ্লোর প্রাইসে শেয়ার প্রতি ১৫৯ টাকা ধার্য করেছে ভারত সরকার যা ওএনজিসির শেষ স্টক ক্লোজিং প্রাইসের থেকে ৭ শতাংশ কম।
এদিকে ওএফএস-এর বেশ অফারের আকার ৯৪.৩৫ মিলিয়ন রাখার কথা জানিয়েছে ওএনজিসি। তাই সংস্থাটির অতিরিক্ত সাবস্ক্রিপশন নিজের দখলে রেখে তার ০.৭৫ শতাংশ শেয়ারের সমতুল্য ৯৮.৩৫ মিলিয়ন শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ