Market

আর দেরি না করে মাস দুয়েকের মধ্যেই শ্রমবিধি চালু করতে চাইছে কেন্দ্র যা প্রতিস্থাপন করবে ৪৪টি শ্রম আইনকে। সংসদে আগেই পাশ হয়ে গেলেও বিভিন্ন বিতর্কের জেরে এতদিন পাশ হয়নি এই বিল।
সংস্থাগুলিকে কর্মীদের বেতন কাঠামো পুনর্গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। মোট বেতন ও প্রভিডেন্ড ফান্ড খাতে সংস্থার খরচ বাড়লেও, কমতে পারে কর্মীদের হাতে পাওয়া টাকার অঙ্ক। আবার যে সমস্ত সংস্থায় কর্মীর সংখ্যা ৩০০-র মধ্যে, সেখানে ছাঁটাই করতে বা কারখানা বন্ধ করতে সরকারের সায় লাগবে না। আপাতত ১০০ কর্মী যুক্ত সংস্থাগুলিতে লাগু হবে এই নিয়ম। তবে শ্রমিক ইউনিয়নের তরফে বাধা আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
শিল্প ক্ষেত্রে সম্পর্ক, মজুরি, সামাজিক সুরক্ষা এবং স্বাস্থ্য ও কাজের পরিবেশ- এই চারটি বিধি পাশ করেছে কেন্দ্র। এর অধীনে বিভিন্ন নিয়মও চূড়ান্ত করেছে। তবে বিরোধী রাজ্যগুলোতে এই নিয়ম কতটা কার্যকর করতে পারা যাবে তা নিয়ে দ্বন্দে কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট