Market

করোনা যুঝতে ব্যর্থতার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। প্রশ্নবানে জর্জরিত স্বয়ং প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই সারের মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেটে পড়েন দেশের কৃষকরা। কংগ্রেস নেতা রাহুল গাঁধীর খোঁচার মুখে পড়ে বুধবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষকরা যাতে আগের মূল্যেই সার কিনতে পারেন তার জন্য সারে ভর্তুকি বাড়াবে সরকার।
বিশ্ব বাজারে ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়ার দাম বাড়ায় ৫০ কেজি-র ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) সারের দাম বেড়ে হয়েছিল ২৪০০ টাকা। সরকারের তরফ থেকে ৫০০ টাকা ভর্তুকি দেওয়ায় চাষিরা সেই সার পেতেন ১৯০০ টাকায়। তবে এই সার আগে পাওয়া যেত মাত্র ১২০০ টাকায়। চাষিদের আগের দামে সার কেনা নিশ্চিত করতে কেন্দ্র ১২০০ টাকা ভর্তুকি দেয়ার পথে হাঁটল।
একদিকে করোনার টিকা-ওষুধের অভাব। অন্যদিকে মোদী সরকারের সেন্ট্রাল ভিস্টা সাজাতে ২০,০০০ কোটি টাকা খরচ নিয়ে উত্তপ্ত দেশ। বুধবার সকালে গুজরাতে ঘূর্ণিঝড় পরিস্থিতি পরিদর্শন করে এসে বৈঠকে ববসেন মোদি। বিশ্ব বাজারে দাম বাড়লেও দেশে চাষিরা যাতে পূর্বনির্ধারিত মূল্যে সার কিনতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করবেন বলে জানান প্রধানমন্ত্রী।
ব্যুরো রিপোর্ট