Market

স্বস্তির খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। আগামী ১ জুলাই থেকে বাড়তে চলেছে মহার্ঘভাতা। বাড়বে পেনশনভোগীদেরও। ১৭% থেকে বাড়িয়ে ২৮% পর্যন্ত করা হতে পারে বলে জানান হয়েছে। যদিও কোন এরিয়ার তাদের মিলবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে জানিয়েছেন, সমস্ত রাজ্যগুলিকে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হবে। তার জন্য খরচ পড়বে ৫০ হাজার কোটি টাকা। এছাড়া ৮০ কোটি মানুষকে দেওয়া হবে বিনামূল্যে রেশন। তার জন্যও কেন্দ্রীয় কোষাগার থেকে বেরোবে প্রায় ১.১ থেকে ১.৩ লক্ষ কোটি টাকা। এত বিপুল অঙ্কের ভার কেন্দ্রের ঘাড়ে চেপে বসার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য গত বছর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধিতে বড়সড় কোপ পড়ে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় পরিস্থিতি একটু স্বাভাবিক হতে শুরু করলে আবারও ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র। সেইমত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১ জুলাই থেকে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।
ব্যুরো রিপোর্ট