Daily

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী জেলায় জেলায় ঘুরেছে। সেই নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু থামেনি হিংসা। তাই আবারও যাতে নতুন করে হিংসা না ছড়ায় তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবার পুরুলিয়ায়।
পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে শুরু হল কেন্দ্রীয় বাহিনীর টহল। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় তাদের ঘুরতে দেখা গেছে। ভোট পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা-কর্মীদের। এদিকে হাইকোর্ট রাজ্য সরকারের হস্তক্ষেপের প্রশংসাও করেছে। এইসবের মধ্যেও যাতে নতুন করে আর হিংসার বাতাবরণ তৈরি না হয়, তার জন্যই কেন্দ্রীয় বাহিনীর এমন তৎপরতা।
জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া