Daily

কো উইন অ্যাপ থেকে তথ্য চুরি যাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, সাফ জানিয়ে দিলো কেন্দ্র। চুরি যাওয়া তথ্য আদৌ কো উইন অ্যাপের নয় বলে দাবি করেছে কেন্দ্র।
গত বৃহস্পতিবার থেকে গুজব ছড়িয়েছিল, কো উইন অ্যাপ হ্যাক করে সেখান থেকে তথ্য হাতানো হচ্ছে। শুধু তাই নয়, তথ্য চুরি করে তা বিক্রিও করা হচ্ছে। প্রায় ১৫০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য হাতানো হয়েছে বলে দাবি করা হয়। সমস্ত অভিযোগের ঝড় উড়িয়ে কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে কো উইনে থাকা ব্যবহারকারীর সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত আছে। কেন্দ্র জানিয়েছে, কো উইন থেকে তথ্য হাতানো সম্ভব নয়।
যদিও এ বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি টিমের তরফে একটি দল এই গোটা ঘটনার তদন্তে নেমেছে। পাশাপাশি, কো উইনের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বলে জানিয়েছেন কো উইন গ্রুপের চেয়ারম্যান ডক্টর আর এস শর্মা
ব্যুরো রিপোর্ট