Prime
Daily
দিল্লি টু জয়পুর ইলেক্ট্রিক হাইওয়ে, সিদ্ধান্ত কেন্দ্রের
By sanchitabpn21 | September 20, 2021
Daily
দিল্লি টু জয়পুর ইলেক্ট্রিক হাইওয়ে, সিদ্ধান্ত কেন্দ্রের। এখনো পর্যন্ত পরিকল্পনাটি আলোচনা পর্যায়ে রয়েছে। শুক্রবার এমনই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকরি।
সরকারের স্বপ্নের এই প্রকল্প বাস্তবায়িত হতে পারে শীঘ্রই। রয়েছে দিল্লি-জয়পুর হাইওয়ের সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা। সফল হলে পরবর্তী পর্যায়ে দিল্লি এবং মুম্বইয়ের মধ্যে আরেকটি বৈদ্যুতিক মহাসড়কও নির্মিত হতে পারে। আলোচনা চলছে সুইডেনের একটি সংস্থার সঙ্গে।
বৈদ্যুতিক হাইওয়েতে লাভটা কি কেন্দ্রের? ট্রেন লাইনের মতো তার থাকবে হাইওয়েতে। আর বৈদ্যুতিক সংযোগের কারণে যানবাহন ছুটবে দ্রুতগতিতে। এছাড়াও জ্বালানির মূল্যবৃদ্ধির বাজারে একটা বিকল্প ব্যবস্থাও হবে। আবার দূষণের মাত্রাও কমবে।
ব্যুরো রিপোর্ট