Market
গম , আটার পর এবার ময়দা-সুজি-ভুষি রপ্তানিতেও রাশ টানল কেন্দ্র। বিদেশী রপ্তানি নীতি মেনেই গম এবং গমজাত দ্রব্য রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার। আগামী ১৪ অগাস্ট থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। তবে ততদিন পর্যন্ত ময়দা-সুজি এবং ভুষি রপ্তানিতে ছাড়পত্র পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
আন্তর্জাতিক বাজারে গম রপ্তানির প্রায় ২৯ শতাংশই সরবরাহ করে রাশিয়া এবং ইউক্রেন। তবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এখন পরিস্থিতি বেশ টালমাটাল। কাজেই এখন সবে ধন নীলমণি ভারতের গম রপ্তানির দিকেই চেয়ে রয়েছে আন্তর্জাতিক বাজার। এদিকে মে মাস নাগাদ তীব্র তাপপ্রবাহের জেরে উৎপাদনে ধাক্কা খাওয়ায় দেশীয় বাজারে গম এবং গমজাত দ্রব্যের দাম হয়েছিল আকাশছোঁয়া। ভারতের বাজারে গম এবং গমজাত পণ্যের দাম ১৫-২০% বৃদ্ধি পাওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্র। আর দেশীয় বাজারে মূল্যবৃদ্ধির ভার কিছুটা প্রশম করতে গমজাত দ্রব্য বিদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।
বিশ্বের বাজারে গম রপ্তানিতে ভারতের স্থান দ্বিতীয়। আন্তর্জাতিক বাজারে গম রপ্তানি করে একটা বড় অঙ্কের বিদেশী মুদ্রা রাজকোষে জমায় ভারত। তবে যে হারে দিনের পর দিন রান্নার গ্যাস থেকে জ্বালানি তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তাতে রপ্তানিতে রাশ না তানলে পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন। অগত্যা, মুদ্রাস্ফীতির অমাবস্যা থেকে দেশকে বাঁচাতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হল কেন্দ্র।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ