Jobs

৫ হাজার ছেলেমেয়ে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আবেদন জানাতে পারবেন গ্র্যাজুয়েটরা। যে-কোন শাখা থেকে গ্র্যাজুয়েশন করতে হবে তাঁদের। জানা গিয়েছে, ৩১/০৩/২০২৩ এর হিসেবে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। ছাড় পাবেন কারা? ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা পাবেন ৩ বছর, তফশিলিরা পাবেন ৫ বছর, প্রতিবন্ধীরা পাবেন ১০ বছর, বিধবা-বিচ্ছিন্ন মহিলারা এবং পুনর্বিবাহ না-থাকলে মহিলারা পাবেন ৯ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা পাবেন বয়সের ছাড়। দক্ষতা থাকবে স্থানীয় ভাষায়। অন জব ট্রেনিং করানো হবে ক্ল্যারিকাল স্টাফের। সঙ্গে দক্ষতা থাকতে হবে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে।
স্টাইপেন্ড রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চের জন্য মাসে বেতন পাওয়া যাবে ১০ হাজার টাকা। আরবান ব্রাঞ্চের ক্ষেত্রে বেতন পাওয়া যাবে ১২ হাজার টাকা। মেট্রো ব্রাঞ্চের ক্ষেত্রে বেতন মিলবে ১৫ হাজার টাকা। এছাড়াও পাওয়া যাবে যাতায়াত ভাড়া। শূন্যপদের সংখ্যা ৫ হাজার। গোটা বাংলা জুড়েই করা হবে নিয়োগ। এছাড়া মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, মেঘালয়, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, আন্দামান-নিকোবর, উত্তরপ্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, বিহার এবং ঝাড়খন্ডে।
প্রার্থী বাছাইয়ের জন্য পরীক্ষা হবে অনলাইনে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। দরখাস্ত জানানো হবে অনলাইনে। আবেদন জানাতে পারবেন ৩ এপ্রিলে। দরখাস্ত জানান https://apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunityview/6412cbf5977ed17c321d25e2 এই ওয়েবসাইটে। তার জন্য থাকতে হবে বৈধ ই-মেল আইডি। ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে যাবতীয় তথ্য। তারপর করাতে হবে রেজিস্ট্রেশন। পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে ৮০০ টাকা। তফশিলিদের জন্য লাগবে ৬০০ টাকা, প্রতিবন্ধীদের জন্য ৪০০ টাকা। বিস্তারিত জানার জন্য নজর রাখুন এই ওয়েবসাইটে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ