Daily
তৃণমূলের লক্ষ্য ২০২৪ এর লোকসভা ভোট। আর বিজেপির লক্ষ্য রাজ্যের ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর উপ-নির্বাচনের আগেই দেশের আর্থিক হাল নিয়ে ঝুলি থেকে শেষ পর্যন্ত বিড়ালটি বেরিয়েই পড়ল।
সম্প্রতি আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের চালানো গবেষণায় ধরা পড়ল দেশের অর্থনীতির করুণ চিত্র। এই চিত্রকে হাতিয়ার করেই ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণকে বার্তা দিতে চাইছে তৃণমূল।
দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন থেকে বেকারত্ব। বিদেশি বিনিয়োগ থেকে কর্পোরেট কর কমানো। কেনাকাটার বাজারে মন্দা। কলকারখানা থেকে মানুষের চাষাবাদে আবারো ফিরে যাওয়া সব মিলিয়ে অর্থনীতির বেহাল দশা উঠে আসলো এই গবেষণায়। এই গবেষণাকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
গত বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপির রেকর্ড বৃদ্ধি নিয়ে যেভাবে ঢাক পেটানো হচ্ছে তা আদৌ সত্য নয়। বাস্তব চিত্রটা ঠিক উল্টো। ২০১৯-২০ থেকে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি সংকুচিত হয়েছে ৭.৭৯ শতাংশ।
আগস্ট মাসে দেশে বেকারত্বের হার ছিল ৮.২৩ শতাংশ। যার অর্থ দেশে কাজ হারিয়েছেন শুধুমাত্র আগস্ট মাসে কাজ হারিয়েছেন ৩.৬ কোটি মানুষ।
করোনার সংকট কাটাতে কেন্দ্রীয় সরকার কর্পোরেট কর কম করে উৎপাদন বৃদ্ধির চেষ্টা করলেও বাড়েনি লগ্নির পরিমাণ। উল্টে লগ্নি কমেছে ২.১ লক্ষ কোটি টাকা।
দেশীয় বাজারে খুচরা ও পাইকারি মূল্য সূচকের লাগাতার বৃদ্ধি কোনভাবেই টেনে তুলতে পারছে না দেশীয় বাজারেকে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা রেখা নেগেটিভ দিকে যাওয়ায় উৎপাদকরা আর উৎপাদন করতে সাহস পাচ্ছেন না। গত এপ্রিল-জুনে কেনাকাটা কমেছে তার আগের বছরের তুলনায় ১২ শতাংশ।
রাজ্যের উপনির্বাচনে বিজেপির কেন্দ্রীয় নেতারা মুখ্যমন্ত্রী সম্পর্কে কোন কথা বলতে আসলে তৃণমূল নেতারা আগে থেকেই দেখিয়ে রাখলেন কেন্দ্রের নিজের ঘরের করুণ চিত্র। অন্যদিকে রাজ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পের মধ্যে দিয়ে সাধারণ প্রান্তিক মানুষের হাতে অর্থের যোগান দিয়ে রাজ্য সরকার যে বাজারে চাহিদা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছেন সেকথাও তুলে ধরা হবে আসন্ন প্রচারে।
কেন্দ্রের আর্থিক নীতি না রাজ্যের একাধিক জনমুখী প্রকল্প কোনটা গ্রহণ করবেন মানুষ তা জানতে অপেক্ষা করতে হবে অন্তত আরো কয়েকটা দিন।
ব্যুরো রিপোর্ট
বিজনেস প্রাইম নিউজ