Daily

বিশ্বের অটোমোবাইল শিল্পে ভারত যে এক নম্বরে জায়গা করে নেবে, এ কথা আগেই ঘোষণা করেছিল নিতিন গডকরি। এখন, আগামী পাঁচ বছরে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ১৫ লক্ষ টাকা ব্যবসায়িক লেনদেনের লক্ষ্যমাত্রা রেখে এগোচ্ছে কেন্দ্র। গ্রেটার নয়ডাতে সরকার অনুমোদিত মারুতি সুজুকি আর টয়োটার স্ক্র্যাপিং ফেসিলিটির উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন নিতিন গডকরি।
এদিকে, আগামী ২০৭০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। আর সেই লক্ষ্যপূরণ করতে গেলে সিএনজি, গ্রিন হাইড্রোজেন, ইথানল ফুয়েল এবং ইলেকট্রিক যানবাহনকে বেশি পরিমাণে পরিবহণ ক্ষেত্রে আনার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত, এখন অটোমোবাইল শিল্পে লেনদেনের পরিমাণ রয়েছে ৭.৫ লক্ষ কোটি টাকা। আগামী পাঁচ বছরে তা বাড়িয়ে ১৫ লক্ষ কোটি করাই এখন কেন্দ্রীয় মন্ত্রীর পাখির চোখ। আর স্ক্রাপেজ পলিসির মাধ্যমে গোটা দেশ জুড়ে যেসব সেন্টার খোলা হবে, তাতে কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। ফলে, বাড়বে বিক্রি, বাড়বে সরকারের আয়।
পাশাপাশি, ভারত সরকারের লক্ষ্য জ্বালানি ও বিদ্যুত্ খাতে কৃষিকে বহুমুখী হিসেবে ব্যবহার করা। খরচ কমানো। এই কারণে শীঘ্রই দেশে ফুয়েল ইঞ্জিন গাড়ি বাধ্যতামূলক করা হতে পারে, বলেও জানিয়েছেন তিনি। আর ইথানল ফুয়েল বা বায়ো ইথানোল ফুয়েলের ব্যবহার বাড়লেও, উৎপাদন যোগাতে কৃষিক্ষেত্রকেও যে লাভজনক পরিস্থিতি আসবে, সেকথাও স্পষ্ট করেন তিনি।
ব্যুরো রিপোর্ট