Daily

ঘরোয়া এলপিজি সিলিন্ডার কেনায় জারি হল নয়া নিয়ম। এবার এলপিজি সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা বেঁধে দিল কেন্দ্র। এখন থেকে প্রতিটি গ্রাহক মাত্র ১৫ টি সিলিন্ডার কিনতে পারবেন প্রতিবছর। মানিকন্ট্রলের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এমন সিধান্তের কারণ হিসাবে জানানো হয়েছে, সিলিন্ডার বণ্টনের জন্য সফটওয়্যারে পরিবর্তন আসার ফলে পরিবর্তিত হয়েছে পুরনো নিয়মও। তবে এই ক্ষেত্রে এখনও নির্ধারিত হয়নি মাস বা বছরের কোনও নির্দিষ্ট কোটা।
এছাড়াও নয়া নিয়মে পরিবর্তিত হয়েছে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের সংখ্যাও। আগে যেখানে গ্রাহকরা প্রত্যেক সিলিন্ডারে ভর্তুকি পেতেন, এখন সেই জায়গায় প্রতি বছরে কেবল ১২ টি সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে ভর্তুকি পাবেন গ্রাহকরা। এর বেশি সিলিন্ডার ক্রয় করলে ভর্তুকি ছাড়াই তা কিনতে হবে।
সরকারের এমন সিদ্ধান্তের পিছনে যে কেবল সিলিন্ডার বণ্টনের জন্য সফটওয়্যারে পরিবর্তন আসাই মূল কারণ তেমনটা কিন্তু মোটেই না। বেশকিছুদিন যাবত বাণিজ্যিক সিলিন্ডারের তুলনায় ঘরোয়া ব্যবহারের জন্য ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কম হওয়ার বিষয়টিকে নিয়ে সোরগোল চলছিল সংশ্লিষ্ট মহলে। অভিযোগ উঠেছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে নাকি চলছিল ব্যপক কালোবাজারি। আর এইসকল বিষয়কে নিয়ন্ত্রণে আনতেই নয়া নিয়ম জারি করল কেন্দ্র।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ