Daily

কেএমএস মৌসুমে ১.৬৫ লক্ষ কোটি টাকায় সর্বকালের রেকর্ড পরিমান ধান কিনলো কেন্দ্র, খুশি কৃষকরা। ১.৬৫ লক্ষ কোটি টাকায় ৮৭৩.৬৪ লক্ষ টন ধান কিনেছে কেন্দ্র। যা কিনা গত বছরের রেকর্ডকেও ছাপিয়ে গেছে বলে, জানানো হয়েছে একটি সরকারি বিবৃতিতে। পাশাপাশি আরএমএস স্কিমে রবিশস্য ক্রয়েও করেছে রেকর্ড।
২০২০-২১ অর্থবর্ষে চলতে থাকে খারিফ বিপণন মৌসুমে (কেএমএস) উপকৃত হয়েছেন প্রায় ১২৯.০৩ লক্ষ কৃষক। এদিকে ২০২১-২২ রবি বিপণন মৌসুমেও গতবছরের ৩৮৯.৯৩ লক্ষ টনের রেকর্ড ছাড়িয়ে এবছর কেনা হয়েছে ৪৩৩.৪৪ লক্ষ টন গম। পাশাপাশি ৪৯.২০ লক্ষ কৃষক এই আরএমএস স্কিমের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে জানানো হয় ওই সরকারি বিবৃতিতে।
ইতোমধ্যেই ২০২০-২১ সিজনের কেএমএস মৌসুম নির্বিঘ্নে চলছে দেশজুড়ে। শেষ হবে আগামী সেপ্টেম্বরে। ওদিকে এই সিজনের আরএমএস মৌসুম শেষ হয়েছে জুন মাসে, বলে জানিয়েছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়। কেন্দ্রের এই স্কিম কৃষিতে যে বিপ্লব আনবে তা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট