Daily

পেট্রোল, ডিজেল, ভোজ্যতেল আর এবার সিমেন্ট। মূল্যবৃদ্ধির কোপ থেকে রেহাই নেই কারোরই। চলতি অর্থবছরে সিমেন্টের দাম প্রায় ৪০০ টাকার রেকর্ড ছুঁতে পারে। একটি সেক্টর নোটে এই কথাই জানালো রেটিং এজেন্সি ক্রিসিল।
আগামী কিছু মাসেই সিমেন্টের খুচরো দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তে পারে। মূলত ইনপুট কমোডিটির বিনিয়োগের চাপ বাড়ার জন্যই এই মূল্যবৃদ্ধির মুখে পড়তে চলেছে সিমেন্ট। প্রসঙ্গত, চলতি অর্থবছরের প্রথম ভাগে সিমেন্টের চাহিদায় ২০ শতাংশের বেশি শক্তিশালী বৃদ্ধি দেখা গিয়েছিল। তবে দ্বিতীয় ভাগে সেটা কমে ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত আসার সম্ভবনা রয়েছে। আর এর নেপথ্যে রয়েছে বেশি বেস এফেক্ট।
সম্প্রতি সিমেন্টের দামের এই মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তার ভাঁজ স্পষ্ট রিয়েল এস্টেট সংগঠন ক্রেডাই- এর। কাঁচামালের মূল্যবৃদ্ধি হলে নির্মাণ শিল্পেরও যে মূল্যবৃদ্ধি হবে সেটাই স্বাভাবিক। তাই কাঁচামালের উপর জিএসটি কমিয়ে এই মূল্যবৃদ্ধিতে রাশ টানার আবেদন জানিয়েছে তারা।
ব্যুরো রিপোর্ট