Daily

করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই বোর্ডের পরীক্ষা। পরীক্ষা বাতিলের সাথে শীর্ষ আদালত সহমত হলেও, কীভাবে মূল্যায়ন হবে ছাত্রছাত্রীদের, সে বিষয়ে সওয়াল করে সুপ্রিম কোর্ট। এবার সেই ধোঁয়াশা কাটিয়ে মুখ খুললো সিবিএসই।
আগামী ৩১ শে জুলাই এর মধ্যেই ফল প্রকাশ করবে সিবিএসই। একই সঙ্গে পড়ুয়াদের মূল্যায়ন কিভাবে হবে তাও জানানো হলো। শীর্ষ আদালতে সিবিএসই-র হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল বলেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। অর্থাৎ, দশম শ্রেণীর পরীক্ষায় সেরা তিনটি বিষয়ের গড় নির্ণয় করে ৩০% নম্বর দেওয়া হবে। একাদশ শ্রেণীর পরীক্ষার ফল ভিত্তিতে সেরা তিনটি বিষয়ের গড় নির্ণয় করে আরও ৩০% নম্বর এবং দ্বাদশ শ্রেণীর ইউনিট টেস্ট এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পড়ুয়ারা যে নম্বর পেয়েছেন তার গর বের করে, বাকি ৪০% নম্বর দেওয়া হবে পড়ুয়াদের।
যদি কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে সশরীরে পরীক্ষায় বসে তা শুধরে নিতে পারবে বলে জানান অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল।
ব্যুরো রিপোর্ট