Daily

সিবিএসই দশম ও দ্বাদশের টার্ম ১ পরীক্ষা নভেম্বরেই। এমনটাই ঘোষণা করলো বোর্ড। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসেই সিবিএসই-র টার্ম ১ হয়ে থাকে। এবারে করোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হলো। তবে নভেম্বরের মাঝামাঝিতেই পরীক্ষার ঘোষণা রাখলো কেন্দ্রীয় বোর্ড।
আগামী নভেম্বরে টার্ম ১ এবং মার্চ-এপ্রিল নাগাদ হবে টার্ম ২ -এর পরীক্ষা। নির্দেশিকা মেনেই পরীক্ষা নেওয়া হবে। নির্দেশিকাতে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে যা যা উল্লেখ ছিল, সেই অনুযায়ীই পরীক্ষা নেওয়া হবে। কোনো কারণে টার্ম ১ এর পরীক্ষাতে কোনো বিঘ্ন ঘটলে, পরবর্তী পরীক্ষা অর্থাৎ টার্ম ২ তে জোর দেওয়ার কথা বলা হয়েছে।
আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে স্কুল গুলিকে প্রার্থীদের নাম এবং যাবতীয় তথ্য সংক্রান্ত লিস্ট পাঠাতে বলেছে বোর্ড। তবে তারপর পাঠানো হলে লেট ফি দিতে হতে পারে। উল্লেখ্য, এবছর তালিকা সংশোধন সংক্রান্ত কোনো বিশেষ বাড়তি সময় দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
ব্যুরো রিপোর্ট