Daily

পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি, স্যাম্পেল পেপার প্রকাশ করল সিবিএসই। আমূল বদলে যেতে চলেছে সিবিএসই বোর্ডের পরীক্ষা পদ্ধতি। বোর্ডের তরফে জানান হয়েছে যে, আগামী ২০২২ সালে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা দুটি ভাগে হবে – টার্ম ১ এবং টার্ম ২। অন্যদিকে দশম শ্রেণীর পরিবর্তনের পাশাপাশি বদলে যেতে চলেছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিও।
বোর্ডের তরফ থেকে টার্ম ১ এর স্যাম্পেল প্রশ্নপত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। cbse.nic.in এই লিঙ্কে গেলে মডেল পেপার দেখা যাবে। এছাড়াও প্রশ্নপত্র কোন পদ্ধতিতে হবে তাও জানিয়ে দিয়েছে বোর্ড। টার্ম ১ এর পরীক্ষা এমসিকিউ বেসড হবে। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে নিজের স্কুলেই পরীক্ষা নেবে স্কুল কর্তৃপক্ষ। তবে প্রশ্নপত্র তৈরি করবে বোর্ডই। যেন পড়াশোনা আর পরীক্ষা দুইয়েরই মান বজায় থাকে। পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ৯০ মিনিট।
পাশাপাশি করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিক চাপ যাতে বেড়ে না যায় সেই জন্য ৩০% সিলেবাস কমিয়ে দিয়েছে বোর্ড। এছাড়াও টার্ম ২ এর পরীক্ষা কিভাবে হবে তা বোর্ডের সাথে পর্যালোচনা করেই জানান হবে বলে জানা গিয়েছে। তবে ফাইনাল ফলাফলের সাথে শিক্ষার্থীদের অন্তর্বর্তী পরীক্ষার নম্বরও যোগ হবে, শুরু হয়ে গিয়েছে সংক্রান্ত কাজকর্ম। ছাত্রছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মডেল প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারেন।
ব্যুরো রিপোর্ট