Daily

বড় ঘোষণা সিবিএসই-র তরফে। পরীক্ষা ব্যাবস্থায় আসতে চলেছে বদল। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ব্যাবস্থায় বদল আনা নিয়ে বড় ঘোষণা করল সিবিএসই। কোভিডের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে পরিকল্পনামাফিক ঘোষণা করা হল এই নির্দেশিকা।
সিবিএসই-র তরফে জানানো হয়েছে দশম এবং দ্বাদশ উভয় শ্রেণির ক্ষেত্রেই পরীক্ষা হবে দুই দফায়। প্রথম দফার পরীক্ষা হবে এই বছরের শেষে নভেম্বর- ডিসেম্বরের দিকে। প্রধানত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বা এমসিকিউ বেসিস প্রশ্ন করা হবে। সময় থাকবে ৯০ মিনিট। দেশে এবং দেশের বাইরে অবস্থিত স্কুলগুলির সুবিধে অসুবিধে অনুযায়ী পরীক্ষার দিন নির্ধারণ করা হবে। অন্যদিকে দ্বিতীয় দফার পরীক্ষা বোর্ড কর্তৃক নির্দেশিত সেন্টারে গিয়ে দিতে হবে। পরীক্ষা হবে আগামি বছরের মার্চ -এপ্রিল মাস নাগাদ। সময় দুই ঘণ্টা। সংক্ষিপ্তও, বা রচনাধর্মী সমস্ত রকম প্রশ্নই থাকবে। এছাড়াও থাকছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট।
করোনা পরিস্থিতি মাথাচাড়া দিলে কি হবে? রয়েছে বিকল্প ব্যাবস্থাও। বোর্ড তরফে জানান হয়েছে, যদি প্রথম দফার পরীক্ষা দেওয়ার পর দ্বিতীয় দফার পরীক্ষা শুরুর আগে পরিস্থিতি টালমাটাল হয় তবে সেক্ষেত্রে প্রথম দফার পরীক্ষা এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট বিচার করেই নম্বরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আর যদি দুই দফার পরীক্ষাই কেন্দ্রে গিয়ে নেওয়া না যায় তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্র্যাকটিক্যাল, প্রোজেক্ট ওয়ার্ক এবং বাড়িতে বসে দেওয়া দুই দফার পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত অ্যাসেসমেন্ট করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট