Academy

আন্তর্জাতিক ক্ষেত্রে সিবিএসই বোর্ডের যাত্রা শুরু হয়েছিলো ২০১০ সালে। এবার সারা বিশ্বে এই বোর্ডের শিক্ষার পরিধি বাড়াতে চলেছে ভারত সরকার। অন্যান্য দেশের বিভিন্ন স্কুলের বোর্ডগুলির সাহায্যেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।
বহুদিন ধরেই সারা বিশ্বে CBSE-International curriculam উচ্চ শিক্ষা মান বজায় রেখেছে এবং তার জন্য প্রশংসিতও হয়েছে। ইতিমধ্যেই ২৬ টি দেশের মোট ২৪০ টি স্কুলে এই পাঠ্যক্রম পড়ানো হয়। সেই প্রথম থেকেই প্রবাসী ভারতীয়দের শিক্ষার প্রয়োজন মিটিয়ে আসছে CBSE.
জাতীয় শিক্ষানীতির সংঘে সামঞ্জস্য রেখেই ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে। সরকার চায় বিভিন্ন দেশের সামনে শিক্ষাক্ষেত্রে ভারতকে আদর্শ হিসেবে তুলে ধরতে। আর এই কারণেই সরকার বিভিন্ন দেশের স্কুল বোর্ড গুলির সংঘে অংশীদারিত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছে। লক্ষ হল ভবিষ্যতে স্টুডেন্টদের আন্তর্জাতিক মানের শিক্ষা দেওয়া এবং আন্তঃ সাংস্কৃতিক শিক্ষাকে আরও সুদৃঢ় করা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ