Daily

মানুষ নয় বরং মার্জারই শাসন করছে দ্বীপ। শুনতে অবিশ্বাস্য ঠেকলেও গল্পটা কিন্তু সত্যি। তবে তার জন্য পাড়ি দিতে হবে জাপান। বর্তমানে এই ক্যাট আইল্যান্ড হয়ে উঠেছে বিদেশি পর্যটকদের দারুণ আকর্ষণের জায়গা। কিন্তু কিভাবে একটা দ্বীপে বেড়ে উঠল বিড়ালের আধিপত্য? তার পেছনেও একটা গল্প আছে।
আওশিমা হল জাপানের ছোট্ট একটি দ্বীপ। সেই দ্বীপে মাত্র ৯০০ জন মানুষ বসবাস করত। তারা এসেছিল মাছ শিকারের লোভে। কিন্তু সেই দ্বীপে এত ইঁদুরের উৎপাত যে তিষ্ঠতে না পেরে শেষমেষ তারা বিড়াল পুষতে শুরু করে। একটা সময় দেখা যায়, মানুষের থেকে বিড়ালের সংখ্যা বাড়তে শুরু করেছে। বর্তমানে এই দ্বীপের নাম হয়েছে নেকো-শিমা।
উল্লেখযোগ্য ব্যপার হল, শুধু নেকো-শিমাই নয়, জাপান জুড়ে ছড়িয়ে রয়েছে এমন আরও ১১টি দ্বীপ। এবং প্রত্যেকটি দ্বীপে এখন বিড়ালরাজ। আর বিড়াল কেমন শাসন চালাচ্ছে সেটা দেখার জন্যই বহু পর্যটক ভির জমান এখানে।
এই সবকটি দ্বীপকেই নেকো-শিমা বলা হয়। কেন জানেন? কারণ, বাংলায় যেমন বিড়ালের আরেকটি নাম ‘মার্জার’ তেমনই জাপানি ভাষায় ‘নেকো’।
ব্যুরো রিপোর্ট