Academy

ছোট থেকে ম্যানেজমেন্ট পড়তে আগ্রহী? ইচ্ছে আছে দেশের নামজাদা প্রতিষ্ঠানগুলোর স্নাতক স্তরের ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হবার? তাহলে আপনাকে বসতে হবে কমন অ্যাডমিশন টেস্ট ( ক্যাট ) এ। এই বছরে দেশের বিভিন্ন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট ( আইআইএম) এ ভর্তির জন্য ক্যাট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ৩১ শে জুলাই ক্যাট পরীক্ষার দিন জানিয়েছে আইআইএম, লখনৌ। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ অর্থাৎ ২ আগস্ট সকাল ১০ টা থেকে। প্রার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৫ অক্টোবর অ্যাডমিট কার্ড প্রকাশ হবে এবং আগামী ২৬ শে নভেম্বর ৩ টি ভাগে কম্পিউটার বেসড ক্যাট পরীক্ষা নেওয়া হবে। প্রথম ভাগের পরীক্ষা হবে সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ টা, ২য় পর্বের পরীক্ষা হবে দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াই টে পর্যন্ত এবং শেষ ভাগের পরীক্ষা হবে বিকেল সাড়ে ৪ টে থেকে সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত। সর্বোপরি ২০২৪ সালের জানুয়ারি মাসের ২য় সপ্তাহে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে।
দেশের ১৫৫ টি শহরে এই ক্যাট পরীক্ষার ব্যবস্থা হবে। এই পরীক্ষায় বসতে গেলে প্রার্থীদের কোন রেজিস্টার্ড প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে ন্যূনতম ৫০% নম্বর নিয়ে স্নাতক হতে হবে। তাছাড়া প্রার্থীর CA/CES/ICWA/FIAI এর মতো পেশাদারি যোগ্যতা থাকতে হবে। স্নাতকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট রাও আবেদন করতে পারেন।
এই ক্যাট পরীক্ষায় যারা পাশ করবেন তারা তাদের নম্বরের ভিত্তিতে এমবিএ অথবা পিজিডিএম এ ভর্তি হতে পারবেন। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন আইআইএম এর অফিসিয়াল ওয়েবসাইট iimcat.ac.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ