Daily

বাংলা শিশুসাহিত্য জগতে ইন্দ্রপতন। অনেকটাই তারা খসার মত। তারা খসা দেখতে ভালো লাগলেও নারায়ণ দেবনাথের চলে যাওয়া মোটেই ভালো লাগলো না দেশবাসীর। নারায়ণ বাবুর চলে যাওয়াতে, শিল্পী শিল্পসত্ত্বা ও শিল্প এই একে তিন আর তিন একে পড়লো আজ বড়ো দাঁড়ি। শৈশবের শরিকের এই জীবনাবসানে শোকস্তব্ধ গোটা সাহিত্য জগৎ।
গত ২৪ শে ডিসেম্বর কলকাতার মিন্টোপার্কের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নারায়ণ বাবুকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুস আর কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। কিন্তু এত চেষ্টা এত আয়োজন শেষেও থমকে গেলো জীবন ঘড়িটা। ছেড়ে চলে গেলেন বাংলা কমিকসের এক এবং একনিষ্ঠ স্রষ্ঠা পদ্মশ্রী নারায়ণ দেবনাথ। রেখে গেলেন তাঁর সন্তানসম সৃষ্টি বাহাদুর বেড়াল, হাঁদা-ভোঁদা, কেল্টু দা, নন্টে-ফন্টে বা বাঁটুল দি গ্রেটকে।
এদিন সকাল থেকেই শিল্পীর হৃদযন্ত্রে গুরুতর সমস্যা হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। ধীরে ধীরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। রক্তচাপও দ্রুত ওঠানামা করছিল। যদিও সব ধরনের চেষ্টা চালান চিকিত্সকেরা। আজ, মঙ্গলবার সকাল ১০:১৫ নাগাদ মহাপ্রয়ানের পথে যাত্রা করলেন তিনি। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৯৭ বছর। হাওড়ার শিবপুর শ্মশানে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে শিল্পীর তো কখনো মৃত্যু হয় না। শিল্পী, অমর। তাঁর সৃষ্টিও অমর। তাঁর সৃষ্টির মধ্যে দিয়েই ভক্তদের হাত ধরে থাকবেন তিনি।
ব্যুরো রিপোর্ট