Trending

মালগাড়ির ধীর গতির কথা ভেবে হয়ত আপনার মালগাড়ি চেপে ঘুরতে যাবার ইচ্ছে কখনো হয় নি। আর তা ছাড়া ভারতীয় রেল এর তরফে তা নিয়ম বহির্ভূত। কিন্তু সেই দিনের আর হয়ত বেশি দেরি নেই যখন পণ্য ও যাত্রী একসঙ্গে নিয়ে গতিতেই ছুটবে ট্রেন।
আগস্ট মাস থেকেই দেশের প্রথম কার্গো প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রেল। পাঞ্জাবের কাপুরথালা রেলের যে কোচ কারখানা আছে সেখানেই তৈরি হচ্ছে এই বিশেষ বগি। কোন পথে চলবে সেই ট্রেন, তার ভাড়া কত হবে সেসব এখনও কিছু ঠিক হয় নি। শুধুমাত্র বগির নকশা কেমন হবে সেই বিষয়ে রেল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এক একটি বগি তৈরি করতে প্রায় ৩ কোটি টাকার মত খরচ হবে।
এই দোতলা ট্রেন গুলির এক তলায় থাকবে পণ্য ও দোতলায় থাকবে যাত্রীরা। নীচের তলায় প্রায় ৬ টন পর্যন্ত পণ্য পরিবহণ সম্ভব হবে এবং ওপরে যাত্রীদের বসা ও শোয়ার ব্যবস্থা হবে একদম আধুনিক। প্যানট্রি থেকে শৌচাগার সবকিছুরই সুব্যবস্থা থাকবে এই টু ইন ওয়ান ট্রেনে। মোট সিট সংখ্যা ৪৬।
আগস্ট মাসে পরীক্ষামূলক ট্রায়ালের পর ২০ বগির ২ টি ট্রেন চালানো হবে বলে ঠিক করেছে রেল। এরপর রেলের রিসার্চ অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অনুমতি দিলেই আরও নতুন বগি তৈরি হওয়া শুরু হবে। আশা করা যায় এই কার্গো প্যাসেঞ্জার ট্রেন চালু হয়ে গেলে একসাথে যাত্রী এবং পণ্য পরিবহন আরও সহজ হবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ