Market
বি পি এন ডেস্কঃ গাড়ি বিক্রিতে ভাটা। খলনায়ক তেলের বেলাগাম মূল্যবৃদ্ধি। আর খুব বেশিদিন নেই, যখন দু’চাকার পাশাপাশি কমবে বাণিজ্যিক গাড়ি বিক্রির বহর। এমনই আশঙ্কা প্রকাশ করল গাড়ি ডিলারদের সংগঠন ফাডা। লকডাউন উঠে গেলেও সংক্রমণের ভীতি ছিলই। তাই বাস, ট্যাক্সির মত পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াতের হিড়িক কমে যাত্রীদের মধ্যে। পরিবর্তে বিক্রি বাড়ে দু’চাকার যানে। কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন গাড়ি ব্যবসায়ীরা। ফাডা জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দু’চাকার গাড়ি বিক্রি কমেছে ১৬%। একইভাবে ভাটা নেমেছে তিন চাকা এবং বাণিজ্যিক গাড়ি বিক্রিতেও। অক্টোবর–ডিসেম্বরে দেশের অর্থনীতি সামান্য ওপরে ওঠায় আশায় বুক বেঁধেছিলেন গাড়ি ব্যবসায়ীরা। কিন্তু লাগামছাড়া তেলের মূল্যবৃদ্ধির কারণে গাড়ি বাজারে পড়তে চলেছে নেতিবাচক প্রভাব। ফলে ক্রেতাদের মধ্যে নতুন গাড়ি কেনার ইচ্ছে কমে যাওয়ায় শোরুমেও তার প্রভাব পড়েছে সরাসরি। কমেছে ক্রেতাদের ভিড়, চিন্তার ভাঁজ ব্যবসায়ী মহলে।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ