Market
ভারতে গাড়ি ব্যবসার ভাগ্য ঠিক কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সেই প্রশ্নটাই সবচেয়ে বেশি চিন্তায় রাখছে দেশের গাড়ি ব্যবসায়ীদের। ইতিমধ্যেই মোদী সরকারের তরফ থেকে গাড়ি ব্যবসার চাকা মসৃণ করার জন্য বিকল্প জ্বালানী এবং বৈদ্যুতিক গাড়ির দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এই কথার সঙ্গে কোনরকম যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না দেশের গাড়ি শিল্প। তার অন্যতম প্রধান কারণ মোদী সরকার আশ্বাস দিলেও নেই কোন বিকল্প দিশা।
মারুতি থেকে টিভিএস প্রত্যেকটি প্রথম সারির গাড়ি সংস্থাগুলির কপালে এখন জমা হচ্ছে চিন্তার ভাঁজ। তাদের বক্তব্য, গাড়ি শিল্পের দিকে সেইভাবে গুরুত্ব দিয়ে কেন্দ্র তাকাচ্ছে কই? ম্যানুফ্যাকচারিং-এর ক্ষেত্রেও রয়ে গিয়েছে অভাব। এদিকে গাড়ি বিক্রিতে এক ধাক্কায় নেমেছে ভাটা। মানুষের আয় এখন সেই অর্থে বাড়ছে না। আর আয় না বাড়লে গাড়ির বিক্রি হবে কোথা থেকে?
তাই গাড়ি ব্যবসায়ীরা এখন তাকিয়ে রয়েছে কেন্দ্রের দিকেই। একদিকে যেমন প্রতিশ্রুতি দেওয়া হলেও গাড়ি শিল্পের জন্য সেইভাবে নেওয়া হয়নি কোন উল্লেখযোগ্য পদক্ষেপ তেমনই আবার অন্যদিকে মানুষের আয়েও নেমে এসেছে সংকোচন। যার দরুন আশঙ্কার মেঘ কাটিয়ে বেরিয়ে আসতে পারছে না দেশের গাড়ি শিল্প।
ব্যুরো রিপোর্ট