Market
সামনে উৎসবের মরশুম। প্রতিবছরের মত এই বছরেও উৎসবকে পাখির চোখ করেছিল বিভিন্ন গাড়ি সংস্থা। কিন্তু দেখা যাচ্ছে, ভাবনার সঙ্গে বাস্তব ছবির এক বিশাল ফারাক তৈরি হয়ে গিয়েছে। এমনিতেই আগস্ট মাসে গাড়ি বিক্রিতে নেমেছে ব্যপক সংকোচন। তার ওপর যন্ত্রাংশ জোগানে ঘাটতি দেখা দেওয়ায় গাড়ি বিক্রি ভালোভাবেই হোঁচট খাবে বলে মনে করছেন তাঁরা।
শুধু চার চাকার গাড়িই নয়। উৎসবের মরশুমে কমতে পারে দু’চাকার বিক্রিও। ফাডার তথ্য থেকে জানা গিয়েছে, জুলাই মাসে গাড়ি বিক্রি যেমন কমে হয়েছে ৮ হাজার তেমনই দু’চাকার গাড়ি ১.৫ লক্ষেরও বেশি কম বিক্রি হয়েছে। তবে সামান্য স্বস্তি দিয়ে অল্প সংখ্যায় বেড়েছে তিন চাকার গাড়ি বিক্রি।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও গাড়ি কোম্পানিগুলিকে মূল্যবৃদ্ধির পথে হাঁটতে হয়েছে। আবার অন্যদিকে চড়ে আছে তেলের দাম। তাই অনেকে ইচ্ছে থাকলেও গাড়ি কিনতে তেমন একটা উৎসাহ দেখাচ্ছেন না। এমনকি দু’চাকার গাড়ি কেনাতেও উৎসাহ হারিয়ে ফেলছেন ক্রেতারা। ফলে গাড়ি ব্যবসায় তৈরি হয়েছে এক ঘোর অনিশ্চয়তা।
ব্যুরো রিপোর্ট