Market

আদানি গ্রুপের জন্য এক বড়সড় খুশির খবর। বাজারে আদানি গ্রুপের অধীনস্থ সংস্থাগুলির মূলধন প্রথম সপ্তাহেই ছাপিয়ে গিয়েছে ১০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সংস্থা হিসেবে যা নিঃসন্দেহে একটি নজির তৈরি করল।
গত মাসে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড তিনটি বিদেশি পোর্টফোলিও ইনভেস্টর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানায়। যে কারণে আদানি গ্রুপ এক বড়সড় ধাক্কা খায়। মূলধন কমে যায় ২ লক্ষ কোটি টাকার মত। তারপর আদানি গ্রুপের শেয়ার ক্রমশই পড়তে থাকে। কিন্তু সবশেষে দেখা যায়, আদানি গ্রুপ সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করেছে। যার সাফল্যকে তুলে ধরেছেন চেয়ারম্যান গৌতম আদানি।
তিনি জানিয়েছেন, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের ব্যবসা বৃদ্ধি পেয়েছে ২৫%। এমনকি কন্টেনার সেগমেন্টের ব্যবসাও বেড়েছে ৪১% মত। গোটা বিশ্বে একমাত্র আদানি গ্রুপের বন্দর সংক্রান্ত ব্যবসাই এতটা লাভের মুখ দেখেছে।
গৌতম আদানি জানিয়েছেন, আদানি গ্রিন এনার্জি বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে। আমেদাবাদ, লখনৌ বা ম্যাঙ্গালোরের বিমানবন্দরের পরিচালনার কাজ তো করছেই, একইসঙ্গে গুয়াহাটি, জয়পুর এবং তিরুবনন্তপুরম বিমানবন্দরে চুক্তি সাক্ষরিত হয়েছে। এছাড়াও মুম্বই এবং নমি মুম্বই অধিগ্রহণের কথাও জানিয়েছেন গৌতম আদানি।
তাই সবমিলিয়ে বলাই যায়, গৌতম আদানি বর্তমান সময়ে অতিমারি পরিস্থিতির মধ্যেও সংস্থাকে নিয়ে গিয়েছেন সাফল্যের শীর্ষে। যেখানে কড়া প্রতিযোগিতার জন্য অপেক্ষা করে আছেন আরেক ধনকুবের মুকেশ আম্বানি।
ব্যুরো রিপোর্ট