Daily

নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনাঃ ডায়মন্ড হারবারে প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক হালদার। অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই তাঁর উপর হামলা চালিয়েছে। এদিন স্থানীয় পারুলিয়ার হরিগোবিন্দপুর এলাকায় দলীয় কর্মীদেরকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামেন তিনি। সেই সময় বেশ কিছু দুস্কৃতী বাঁশ ও লাঠি নিয়ে প্রার্থী দীপক সহ বিজেপি কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রার্থী সহ ১০ বিজেপি কর্মী। প্রত্যেককেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই কান্ড ঘটিয়েছে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানা ও নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। ঘটনার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তবে অভিযোগ মানতে নারাজ তৃণমূল।