Trending
আজ বা কাল দিঘায় যাবার প্ল্যান করছেন নাকি! তাহলে সাবধান হয়ে যান। ব্যক্তিগত গাড়ি নিয়ে গেলেও পড়তে পারেন হয়রানির মুখে আবার দিঘায় পৌঁছে গেলেও যে স্বস্তি পাবেন এমনটা নয়। কারণ হোটেল বুকিং সব বন্ধ। ফলত উইকএন্ডে সাগর পাড়ে যাবার কথা মাথায় এলে অন্তত এই সপ্তাহের জন্য সেটা বাতিল করে দিন। কারণ দিঘার সমস্ত হোটেলে বুকিং বন্ধ রাখছে হোটেল ব্যবসায়ী সংগঠন। নজরে লোকসভার ষষ্ঠ দফার নির্বাচন। ২৫ মে অর্থাৎ আগামিকাল নির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুকে। হোটেল বুকিং বন্ধ রাখার সিদ্ধান্ত সেই কারণেই। মনে করা হচ্ছে, নির্বাচনের মধ্যে পর্যটকদের ভিড়ে ঢুকে আসতে পারেন বহিরাগতরা। ফলে প্রশাসনিক স্তরে ভালোরকম জটিলতা তৈরির আশঙ্কা কিন্তু রয়েছে।
এমনিতে লোকসভা নির্বাচন নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। ফলে প্রশাসনিক স্তর আরও আঁটোসাঁটো হচ্ছে। পুলিশি প্রহরা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তাই হোটেল ব্যবসায়ীরা নতুন করে এই দুদিনের জন্য কোন বুকিং করবেন না বলেই ঠিক করেছেন। তাঁরা মনে করছেন, এই দুই দিন দিঘায় পর্যটকরা না এলেই ভালো। তবে হ্যাঁ, ইতিমধ্যে যারা বুক করে বসে আছেন, তাঁরা ঘুরে আসুন। তবে ঐ অতিরিক্ত ভিড় বাড়লে সেটা বাড়তি সমস্যা তৈরি করে দেবে। কারণ ভোট পর্ব শুরু হয়ে গেলেই পুলিশি প্রহরা, টহলদারি আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। নাকা চেকিং করা হবে মোড়ে মোড়ে। ফলে প্রাইভেট কার থাকলে হয়রানির শিকার অনেকটাই বাড়বে।
তাছাড়া যারা এমনি আসবেন প্রাইভেট কার ছাড়া, তাঁরাও যে এখানে যানবাহনের খুব সুবিধে পাবেন এমনটা নয়। রাস্তাঘাটে গাড়িঘোড়া অনেক কম চলবে, দোকানপাট সেভাবে খুলবে না। মানে পর্যটকরা এলে সমস্যার মুখেই পড়বেন তাঁরা। এদিকে ঘূর্ণিঝড় রেমাল আসছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তার দরুণ আবহাওয়ার মেজাজ বদলে যেতে পারে যখন তখন। তাই বুথগুলোতে নজরদারি অনেকটাই বাড়িয়ে দেওয়া হবে। ভোটগ্রহণে যাতে সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। তাই ডিয়ার ট্যুরিস্টস- আজ, কাল বলে নয়। বরং সাগর পাড়ে যাবার প্ল্যান করলে এই হপ্তা এড়িয়ে চলুন। আর যাই হোক, সমুদ্রের জল তো আর শুকিয়ে যাবে না।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ