Prime
Daily
কানাডার মাটি ছোঁবে না ভারতের ফ্লাইট
By Business Prime News | May 11, 2021
Daily
আগামী একমাসের জন্য ভারতীয় সমস্ত ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করল কানাডা। একইভাবে পাকিস্তানের ফ্লাইটেও বহাল রয়েছে একই নিষেধাজ্ঞা।
গত সোমবার কানাডার পরিবহনমন্ত্রী ওমর আলগাবরা এই ঘোষণা করেন। যেখানে তিনি বলেন, ভারতে ব্যপক হারে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা। একইভাবে পাকিস্তান থেকে আসা ফ্লাইটেও রয়েছে সেই নিষেধাজ্ঞার নির্দেশ। সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ভারত এবং পাকিস্তান থেকে আসা যাত্রীদের মধ্যেই করোনা ভাইরাস বেশি করে শনাক্ত করা যাচ্ছে। তাই সব ধরণের ভারত এবং পাকিস্তান থেকে আসা সব ধরণের বাণিজ্যিক এবং যাত্রীবাহী ফ্লাইট আগামী ৩০ দিনের জন্য নামবে না কানাডার মাটিতে।
ব্যুরো রিপোর্ট