Daily

বাঁশ এবার ক্রিকেটেও। ক্রিকেট ব্যাটকে আরও হাল্কা এবং টেঁকসই করার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের দুই বিজ্ঞানী ব্যবহার করছেন বাঁশ। তাই নিয়ে রীতিমত পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন তাঁরা।
সাধারণত ক্রিকেট ব্যাট তৈরি হয় সালিক্স বা আলবা গাছের কাঠ দিয়ে যা সাধারণত উইলো নামে পরিচিত। কিন্তু বিজ্ঞানীদের দাবি বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট উইলো ব্যাটের চেয়ে তিন গুণ বেশি ভালো। শটও মারা যায় আরও জোড়ে। ব্যাটের সঙ্গে বলের সংস্পর্শ হলে বল ছোটে আরও দ্রুত গতিতে। ওজনেও তুলনামূলক অনেকটাই হালকা বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডঃ দারশিল শাহ জানিয়েছেন, বাঁশের তৈরি ক্রিকেট ব্যাট অনেকটাই সহজলভ্য এবং খরচও বেশ কম। কারণ বাঁশ সারা পৃথিবীতে পাওয়া যায়। এবং বাঁশ খুব তাড়াতাড়ি বড় হয়। ফলে বাঁশের ঘাটতি হবেনা। অন্যদিকে সালিক্স আলবা গাছটি বেড়ে উঠতেই সময় নেয় ১৫ বছর। ফলে এত পরিমাণ ব্যাট তৈরি করার জন্য ক্রমশ কমে আসছে গাছের সংখ্যাও।
জনপ্রিয়তার নিরিখে ক্রিকেট কোন অংশে ফুটবলের চেয়ে কম নয়। সারা বিশ্বে ক্রিকেটের উন্মাদনা নজিরবিহীন। ফলে প্রতিদিনই ক্রিকেট নিয়ে কিছু না কিছু অভিনবত্ব আনার চেষ্টা চলছে গোটা পৃথিবী জুড়ে। সেদিক থেকে দেখতে গেলে বিজ্ঞানীদের এই আবিষ্কার সত্যিই প্রশংসনীয়।
ব্যুরো রিপোর্ট