Daily

সাল ২০১৩। সারদা কেলেঙ্কারি। খবর শুধু সুদীপ্ত-দেবযানী এর গ্রেপ্তারীর। কেটে গেছে সাত বছর। উদ্ধার হয়নি চিট ফান্ডে লগ্নিকৃত টাকা। তবে দীর্ঘ সাত বছর পর আমানতকারীদের সেই টাকা ফেরত দিতে আবারও উদ্যোগী হয়েছে কলকাতা হাইকোর্ট। তাই কিছুটা আশার আলো দেখছেন আমানতকারীরা।
কমিশনে পড়ে থাকা ১৩৮ কোটি টাকা ফিরিয়ে দিতে উদ্যোগী হাইকোর্ট তরফে জানানো হয়েছে, এক সদস্যের একটি কমিটি গঠন করা হয় এ। তবে কবে এবং কিভাবে, সে বিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি। পাশাপাশি সিবিআই এর কাছে যে পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করা আছে, সেই পরিমান টাকা কমিটির সদস্যের কাছে পাঠানো যায় কি না সেই প্রশ্নও করেছে হাইকোর্ট। আগামী ২৯ শে জুন অর্থাৎ পরবর্তী শুনানির দিন কমিটি গঠনের বিষয়টি আরো স্পষ্ট হবে বলে জানা গিয়েছে।
আমানতকারীদের ২৮৭ কোটি টাকা ফেরত দেয়ার জন্য দেওয়া হয় রাজ্যের তরফে। কমিশনের তরফে ফেরানো হয় ২৫১ কোটি টাকা। ১০২ কোটি টাকার চেক বউন্স হয় ঠিকানা ভুল থাকার কারণে। প্রসঙ্গত, গত শনিবার জামিন পেয়েছেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট