Daily

চরম আর্থিক সংকটে কলকাতা পুরসভা। কোষাগারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে গত পাঁচ বছর ধরে অবসরকালীন সুবিধা ও পেনশনের টাকা পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা।
কলকাতা পুরসভা সূত্রে খবর পুরসভার পেনশন বিভাগে এই মর্মে একটি নোটিস ঝোলানো হয়েছে যাতে বলা হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরের পর থেকে যে পুর কর্মীরা অবসর নিয়েছেন পুরসভার আর্থিক তহবিলে সংকটের জন্য তাদের অবসরকালীন সুযোগ-সুবিধাসহ পেনশনের টাকা আপাতত বন্ধ রাখা হচ্ছে।
আর এই আচমকা সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা।
যদিও কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন এই অচলাবস্থা জলদি কাটিয়ে উঠবে পুরসভা। দ্বিতীয়বার মেয়র পদে শপথ নেওয়ার সময়ই ফিরহাদ হাকিম জানিয়েছিলেন বিপুল আর্থিক ঋণ মাথায় নিয়ে তিনি মেয়রের চেয়ারে বসছেন। এই আর্থিক টানাটানির মধ্যে মানুষের জন্য কাজ চালিয়ে যাওয়াটাই চ্যালেঞ্জের বিষয়। তবে এই অচলাবস্থা কবে কাটবে সেই বিষয়ে এখনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। স্বভাবতই চিন্তায় পড়েছেন পুরসভার পেনশনভোগী কর্মীরা।
ব্যুরো রিপোর্ট