Jobs

৫টি পদে নিয়োগ শুরু কলকাতার চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে। মেডিকেল ফিজিসিস্ট, ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট, ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল। ইচ্ছুক প্রার্থীরা আগামী ১৮ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন।
আবেদন করা যাবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে হলে ভিসিট করতে হবে চিত্তরঞ্জন ক্যান্সার মেডিকেল ইন্সটিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে রইল লিঙ্ক – https://cnci.ac.in । প্রয়োজনীয় নথি জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর যে স্লিপটি পাবেন সেটি নিজের কাছে রাখতে হবে। পরবর্তীতে ভর্তির সময় এতি কাজে লাগবে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক পদানুসারে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন
মেডিকেল ফিজিসিস্ট (অনূর্ধ্ব ৩৫) পদের জন্য চাকরিপ্রার্থীর (পদ সংখ্যা ৩) রেডিওলজিক্যাল ফিজিক্স বা মেডিক্যাল ফিজিক্সে মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়োট ডিপ্লোমা থাকা আবশ্যিক।
বেতন- ৫৬,১০০-১,৭৭,৫০০টাকা।
ডেপুটি মেডিক্যাল সুপারিন্টেনডেন্ট (অনূর্ধ্ব ৪০) পদে (পদ সংখ্যা ১) আবেদন করতে হলে প্রার্থীকে এমডি ডিগ্রি থাকার পাশাপাশি হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব সামলোনোর অভিজ্ঞতা থাকতে হবে অন্তত ৩ বছরের চাকরিপ্রার্থীর।
বেতন- ৬৭৭০০-২,০৮,৭০০টাকা
ইঞ্জিনিয়ার পদে (অনূর্ধ্ব ৪০) যোগদানের ক্ষেত্রে আবেদনকারীর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকা আবশ্যিক এবং যে কোনও হাসপাতালে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে।
বেতন- ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা
ব্যুরো রিপোর্ট