Market
দেশের আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করছে অ্যামাজন। যার প্রভাবে সরাসরি কোপ পড়েছে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে। দেশজুড়ে বন্ধ হয়ে গিয়েছে প্রায় ২ কোটি মোবাইলের দোকান। স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে। এমনই দাবি জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স বা কেইট। একইসঙ্গে বলা হয়েছে এখন অ্যামাজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব পড়তে পারে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলেও৷
কেইটের অভিযোগ, দেশের আইনকে ডোন্ট কেয়ার মনোভাব দেখিয়ে ব্যবসা চালাচ্ছে অ্যামাজন৷ যে কারণে কিছুদিন আগে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়। সিসিআই-এর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ব্যবসায়ীদের এই সর্বভারতীয় সংগঠন কেইট৷
কেইট জানিয়েছে, অ্যামাজনের সঙ্গে মোবাইল নির্মাতা সংস্থা এবং সরকারি ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের অসাধু জোট এই ব্যবসায় ইন্ধন জুগিয়েছে। তাই ভবিষ্যতে যাতে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর চরম ক্ষতির মুখে পড়তে না হয় তার জন্যই এমন কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে কেইট।
ব্যুরো রিপোর্ট