Market

আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখে ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ওবিসি সম্প্রদায়ের জন্য বিশ্বকর্মা প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন এবং ১৬ই আগস্ট, কেন্দ্রীয় মন্ত্রীসভা এই প্রকল্পে ১৩০০০ কোটি টাকার অনুমোদন দেয়। আগামী ১৭ই সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন থেকে এই প্রকল্প শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী ।
এই প্রকল্পে কামার,কুমোর,স্বর্ণকার,নাপিত,ধোপা,রাজমিস্ত্রী, দর্জি ইত্যাদির মত পারিবারিক প্রথা মেনে কাজ করে চলা কারিগরদের ২ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিতে ঋণ দেওয়া হবে। দক্ষতা বাড়ানোর প্রশিক্ষনের ক্ষেত্রে প্রতিদিন ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে এবং আধুনিক যন্ত্রপাতি কিনতে ১৫ হাজার টাকা দেওয়া হবে। প্রথম ধাপে ৫% সুদে ১ লক্ষ টাকা পর্যন্ত এবং ২য় ধাপে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
দেশের জনসংখ্যার অর্ধেকের কাছাকাছি হল এই ওবিসি সম্প্রদায়। আর এই সম্প্রদায়ের বেশিরভাগই উপরিউক্ত পেশার সঙ্গে যুক্ত। এদের ভোটের কথা ভেবেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। শুধু এই ওবিসি সম্প্রদায়ই নয়, এই প্রকল্পের মাধ্যমে মুসলিমদের মধ্যে পিছিয়ে থাকা পসমন্দা সমাজের ভোটকেও নিজের দিকে টানতে চাইছেন মোদী। যদিও কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে মোদীর ‘সবকা সাথ, সবকা বিশ্বাস’ নীতি মেনেই জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই সুবিধা পাবেন। এই প্রকল্প কার্যকর হলে দেশের প্রায় ৩০ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হবে যা নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ