Trending
এবার থেকে ফোনে মিলবে না চার্জার। কারণ সব ফোনের ক্ষেত্রেই থাকতে হবে ইউএসবি-সি পোর্ট চার্জার। লক্ষ্য ই-ওয়েস্ট বা ই-বর্জ্যের পরিমাণ কমানো। ফোনের চার্জার নিয়ে এমনই বড়সড় সিদ্ধান্ত নিল ইউরোপীয় ইউনিয়ন। এবার তার জেরেই বেশ ঝামেলায় পড়ল অ্যাপল। জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সাল থেকে ইউরোপে যত ফোন লঞ্চ করা হবে, সেক্ষেত্রে ব্র্যান্ড নির্বিশেষে থাকতে হবে ইউএসবি-সি পোর্ট। অ্যাপলের মাথাব্যথার কারণ, অ্যাপল তার বেশ কিছু ফোনে লাইটনিং পোর্ট দিয়ে থাকে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এখন আর লাইটনিং পোর্ট দিতে পারবে না টেক জায়ান্ট এই সংস্থা। পরিবর্তে অ্যাপলকে দিতে হবে ইউএসবি-সি পোর্ট। ২০২৩ এর শেষ থেকে বা ২০২৪ এর শুরুতে ইউএসবি পোর্টের হ্যান্ডসেট বাজারে আনবে অ্যাপল। মনে করা হচ্ছে, এর ফলে ই-ওয়েস্টের পরিমাণ অনেকটাই কমে যাবে।