Daily
এক্সটেনশনে না আলাপনের। থাকছেন মুখ্যমন্ত্রীর সঙ্গেই।
মুখ্যসচিবের পদ থেকে আজকেই অবসর নিচ্ছেন আলাপন. আগামিকাল থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান।
সোমবার সকাল ১০টার সময় নয়াদিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কর্মীবর্গ দফতরে রিপোর্ট করার কথা ছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু মুখ্যমন্ত্রী চিঠি দিয়ে নবান্নেই রেখে দেন আলাপনকে। কেন্দ্র-রাজ্য ক্ষোভ সপ্তমে ওঠে। এবং তার সঙ্গে আনা হয় শৃঙ্খলাভঙ্গের মত অভিযোগ।
ফের চিঠি আসে নবান্নে। আগামীকাল দিল্লিতে যোগ দেবার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে চাপ দেয় কেন্দ্র। তারপরেই মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, আলাপন অবসর নিচ্ছেন আজকেই। আগামীকাল থেকে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন তিনি।
কেন্দ্র-রাজ্যর সংঘাতের সূত্রপাত কলাইকুণ্ডা বিমানবন্দর থেকে। যখন বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী এলে মুখ্যসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে না থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে যান। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না মুখ্যমন্ত্রী সহ মুখ্যসচিবও। প্রধানমন্ত্রীর হাতে ক্ষয়ক্ষতির রিপোর্ট দিয়ে দিঘার প্রশাসনিক বৈঠকে চলে আসেন দুজনেই।
আর এইসবের জেরেই আলাপনের বিরুদ্ধে প্রোটোকল ভাঙার মত অভিযোগ ওঠে। অন্যদিকে ওয়াকিবহাল মারফত খবর, প্রধানমন্ত্রীর বিমান নামে কলাইকুণ্ডায় যা আদতে বিমান ঘাঁটি। সেখানে এই ধরণের প্রোটোকল না মানলেও চলে। কারণ সেটা সাধারণ প্রশাসনের আওতার বাইরে। তাছাড়া মুখ্যসচিবকে বদলি করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়াও প্রয়োজন।
মুখ্যসচিবের বদলির নির্দেশ কেন্দ্র এবং রাজ্যের বিবাদকে আরও কিছুটা বাড়িয়ে দিল। তিনমাস এক্সটেনশন পাওয়ার পরেই মুখ্যসচিব আলাপনকে কেন্দ্রীয় তলবের মান্যতা দেয়নি রাজ্য। আলাপনকে আগামীকাল আবারও দিল্লিতে তলব করলে এই ঘটনা থিতু না হয়ে বরং আরও বেড়ে যায়। অবশেষে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন আলাপনের অবসরের কথা। বরং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যোগদান করবেন আগামীকাল থেকে।
এখন মুখ্যসচিবের বদলিকে ঘিরে কেন্দ্র-রাজ্য দ্বৈরথ যখন চরমে উঠবে বলে সবাই মনে করছেন, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে প্রশাসনিক মহল মাস্টার স্ট্রোক বলে আখ্যা দিচ্ছেন।
ব্যুরো রিপোর্ট