Trending

কর্মীছাঁটাই প্রসঙ্গে ইতিমধ্যেই চর্চায় ছিল বাইজুস। আর তারইমধ্যে সামনে এল ব্র্যান্ড অ্যামবাসেডর প্রসঙ্গ। দ্য গ্রেট ক্রিকেট কিং লিওনেল মেসিকে নিজেদের ব্র্যান্ড অ্যামবাসেডর হিসেবে যুক্ত করলো বাইজুস। এবার ‘এডুকেশন ফর অল’ ক্যাম্পেনের মুখ হিসেবে থাকছেন ফুটবল কিং মেসি। কিন্তু কর্মীছাঁটাইয়ের পরই সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে আপাতত চর্চায় বাইজুস।
প্রসঙ্গত, ব্যবসায়িক অবক্ষয়ের বিষয়টিকে নজরে এনে কর্মীছাঁটাইয়ের কথা ঘোষণা করে বাইজুস সিইও রবিন্দ্রন। মাত্র ১৫ দিনের নোটিশেই চাকরি খোয়াতে হয় সংস্থার সঙ্গে যুক্ত হাজার হাজার কর্মীকে। কিন্তু সত্যি যদি কোম্পানির হাল এতটা খারাপ হয়, তাহলে কেন লিওনেল মেসিকে ব্র্যান্ড অ্যামবাসেডর করলো বাইজুস? এক্ষেত্রে যদিও বাইজু রবিন্দ্রনের বক্তব্য বলছে অন্য কথা। তিনি জানিয়েছেন, লিওনেল মেসি হলেন লার্নার অফ অল টাইম। আর এমন মানুষকে দেখে আজকের জেনারেশন উদ্বুদ্ধ হবেই। মেসি শুধু ফুটবল গ্রাউন্ডেই নন, মাঠের বাইরে পড়ুয়াদেরও অনুপ্রেরণা দেবে বলে মনে করেন তারা।
বাইজুসের এই সিদ্ধান্তে যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে। যে কর্মীরা চাকরি খোয়ালেন, তাদের ভবিষ্যৎ কি? বাইজুসের এই হঠকারী সিদ্ধান্তের শিকার যারা, তাদের জন্যে কি বাইজুসের সত্যিই কোন দায় নেই? নাকি মেসির মুখ দেখিয়ে সাবস্ক্রাইবার জোগাড় করাকেই পাখির চোখ করেছে তারা? যদিও কত টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষর হয়েছে, সেই বিষয়ে মুখ খোলেননি কোম্পানির কর্মকর্তারা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ